নোয়াখালীর আঞ্চলিক গানের বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেম’র ইন্তেকাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নোয়াখালীর আঞ্চলিক গানের বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ হাশেম ইন্তেকাল করেছেন।
দুপুর আড়াইটায় ঢাকার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও শ্রোতা রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক মোহাম্মদ হাসেমের ব্রেইন স্ট্রোক হয়েছিলো এবং তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অধ্যাপক মোহাম্মদ হাসেম একাধারে নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক ছিলেন। তিনি সংগীত মহাবিদ্যালয়ের লোকসংগীতের শিক্ষক ছিলেন। এরপর তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।