নোয়াখালীর আলোচিত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ আসামীর মধ্যে তিনজনের সাজা বহাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর আলোচিত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ আসামীর মধ্যে তিনজনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট।
৮জনকে খালাস দিয়েছে। বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চের আদেশে ১ জনকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। এ সময় প্রমাণ খতিয়ে না দেখে এত ফাঁসির আদেশ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। ২০০৭ সালে বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মিরন ও সুমন পালকে অপহরণের পর হত্যা করা হয়। পরে ২০১৬ সালে এই ঘটনায় বিচারিক আদালত ১২ জনকে ফাঁসির আদেশ দেন। হাইকোর্টে সে মামলায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ৩ জনের ফাঁসির বহাল রাখা হয়। এ ঘটনার ৯ বছর পর ২০১৬ সালের ২৩ মার্চ ২ ভাইসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দেন নোয়াখালীর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান।