নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। বিকেলে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ৭ই মার্চের আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনোই সত্য শুনতে চায় না।
দেশের রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করতে অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি উল্লেখ করে, মহাসচিবের বিভিন্ন বক্তব্যের জবান দেন তিনি।
কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের রিপোর্ট পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।