নোয়াখালীর চরাঞ্চলে পরিবেশবান্ধব ও ঝুঁকিমুক্ত সোলার পাম্প স্থাপনে ব্যাপক সাফল্য
- আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় চরাঞ্চলে সেচের জন্য পরিবেশবান্ধব ও ঝুঁকিমুক্ত সোলার পাম্প স্থাপনে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। এতে কৃষিকাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছে স্থানীয় কৃষকরা। আরও সোলার পাম্প বসালে কোনো জমিই আর অনাবাদি থাকবে না বলে আশা করে তারা।
নোয়াখালীর উপকূলীয় উপজেলা সূবর্ণচরে বোরো মৌসুমে পানির অভাব প্রকট হয়ে উঠে। বিদ্যুৎ সুবিধা না থাকায় চৈত্র-বৈশাখ মাসে এ অঞ্চলে প্রায় ২৫ হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যায়। সম্প্রতি এখানে পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচি প্রকল্পের অধীনে ২০টি সোলার পাম্প স্থাপন করেছে বিএডিসি। এর সুফল পেয়েছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
এতে করে প্রায় ৮০০ একর জমি সেচের আওতায় এসেছে। প্রায় ১২০০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য শস্য উৎপাদন হবে বলে জানায়, বিএডিসি।
এরকম আরো প্রকল্প নিলে জেলার সূবর্ণচর, হাতিয়া, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় প্রায় ৫০ হাজার হেক্টর অনাবাদি জমি সেচের আওতায় আসবে। সেগুলো এক থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত হবে বলে আশা করে সংশ্লিষ্টরা।