নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেয়ায় কমিউনিটি সেন্টারে সন্ত্রাসীদের হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেয়ায় কমিউনিটি সেন্টারে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
গেলরাতে কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠান চলাকালীন অবস্থায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এ হামলা চালায়। এসময় জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মিজানুর রহমান মানিক ও ম্যানেজার ফখরুল ইসলাম ও বাবুর্চি জাকের হোসেনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা জানায়, পিয়াসের নেতৃত্বে একটি দল কক্সবাজারে ভ্রমণে চাঁদা দাবী করে সময়মত চাঁদা না পেয়ে এ হামলা চালায়।পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।