নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া নামে একজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ১৩ মামলার আসামি রতন মিয়াকে গ্রেফতার করে পুলিশ । রাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে তাকে নিয়ে পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে রতন মিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এসময় পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্বল ও কনস্টেবল জসিম আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি অস্ত্র, চার রাউন্ড গুলি ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে।