নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে ভয়াবহ সাগর চুরি হয়েছে : এম সাখাওয়াত হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য অটুট রাখতে পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে, সেজন্য সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
দুপুরে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনকালে এই উপদেষ্টা আরও বলেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে ভয়াবহ সাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তাও চান তিনি। মব জাস্টিসের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেন এম সাখাওয়াত। দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র ও নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণশেষে বৃক্ষরোপণ করেন তিনি।