নৌকার হেভিওয়েট প্রার্থীদের পরাজয়
- আপডেট সময় : ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এদের মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। তারা এলাকার জনপ্রিয় নেতাদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। হবিগঞ্জ-৪ আসন থেকে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোস্যাল মিডিয়ার আলোচিত মুখ ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী হয়েছে সাবেক এই প্রতিমন্ত্রী। নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন- কাজী জাফরউল্যাহ, অসীম কুমার উকিল, হাসানুল হক ইনু, আবদুস সোবহান গোলাপ ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ঢাকা-১৯ সাভারে আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে পরাজিত হলেন দুই বারের এ সংসদ সদস্য।
হবিগঞ্জ-৪ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী তার কাছে হেরে গেছেন।
ফরিদপুর-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক হেরেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
বরাবরের মতো এবারও দলীয় নির্বাচনী প্রতীক মশাল ছেড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে কুষ্টিয়া-২ আসন থেকে লড়াই করেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন।
নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ এ নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়াই করেন। সেই লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন তিনি।
বরগুনা-১ আসনে হেরে গেছেন টানা তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার টুকু।
টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে হেরে গেছেন।
ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। হেরেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের ফজলে হোসেন বাদশা কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে পরাজিত হয়েছে।
গাজীপুর-৫ আসনে ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি-জিএস আখতারউজ্জামান।
মানিকগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন ওই আসনের বর্তমান এমপি মমতাজ বেগম। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের এই প্রার্থী।
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্রী প্রার্থী মো. খসরু চৌধুরীর কাছে হেরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেরীফা কাদের।
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের শোচনীয় পরাজয় ঘটেছে। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৩ হাজার ১৯০ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান।
সিলেট-৬ আসনে চমক দেখিয়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন আর তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
জামালপুর-৪ আসনে হেরে গেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ জয়ী হয়েছেন।
নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রার্থী অসীম কুমার উকিল হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে।
যশোর-৬ আসনে নৌকা নিয়ে হেরেছেন শাহীন চাকলাদার। জয়ী হয়েছেন ঈগল প্রতীকে আজিজুল ইসলাম।