নৌপথে বিভিন্ন গন্তব্যে যাতাযাতকারী মানুষ ব্রহ্মপুত্র নদে তীব্র নাব্য সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে

- আপডেট সময় : ১১:১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে নৌপথে বিভিন্ন গন্তব্যে যাতাযাতকারী মানুষ ব্রহ্মপুত্র নদে তীব্র নাব্য সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে দেখা দিয়েছে স্হবিরতা। এ অবস্থায় নাব্যতা ফেরানোর জন্য নদে ড্রেজিং করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর দ্রুত অবস্থা পরিবর্তনের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
যমুনা ও ব্রহ্মপুত্র নদীর নাব্য সংকটের কারণে গাইবান্ধার বেশীরভাগ খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। এতে লক্ষাধিক মানুষ চরম বিপাকে পড়েছে। বর্ষা মৌসুমে সমস্যা না হলেও, শুকনো মৌসুমে ভোগান্তির শেষ নেই চরবাসীর। নৌকার সংখ্যা কমার পাশাপাশি চর, ডুবো চরের কারনে, যাতাযাতের সময় লাগছে দ্বিগুন।
নদীর নাব্য সংকটের কারণে মূল ঘাট থেকে এক কিলোমিটার দূরে ফেরীঘাট চলে যাওয়া, নানা সমস্যায় পড়তে হচ্ছে নৌ পথের ব্যবসায়ীদের। দ্রুত ড্রেসিংয়ের দাবি জানিয়েছেন তারা। বর্তমানে সৃষ্ট সমস্যা দ্রুত সমাধানের আভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।