নৌবাহিনী কর্মকর্তাকে লাঞ্ছিত করায় এমপি পুত্র ইরফান গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
এমপি পুত্রের হাতে হামলার শিকার হলেন নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। এ ঘটনায় এমপি হাজী সেলিমের পুত্র- ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে প্রধান আসামী করে ধানমণ্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন লেফটেন্যান্ট ওয়াসিফ। দুপুরে হাজী সেলিমের বাসভবনে আড়াই ঘন্টার অভিযান চালিয়ে দেহরক্ষীসহ তার পুত্র ইরফানকে হেফাজতে নিয়েছে রেব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনপ্রতিনিধি হোক, আর যেই হোক, অপরাধ করলে সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
ছবিতে দৃশ্যমান আহত এই মানুষটির নাম লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। অপরজন ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং শাসক দলীয় এমপি হাজী সেলিমের পুত্র- ইরফান সেলিম।
রোববার রাতে ঢাকার কলাবাগানের সড়কে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরসহ তার স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাজী সেলিমের ছেলে ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে।
লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে সোমবার ধানমণ্ডি থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারে হাজী সেলিমের ছেলে এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা সহযোগী আরও দুই-তিনজনকেও আসামী করা হয়।
ঘটে যাওয়া এই হামলার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না।
এরই মাঝে দুপুরে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম ও ইরফানের বাসায় অভিযান চালায় রেব। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলা ওই অভিযানে গ্রেফতার করা হয় মামলার প্রধান অভিযুক্ত আসামী ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে।
অভিযানে তাদের বাসভবন থেকে বিদেশী মদ, অস্ত্র, ওয়াকিটকি ও হ্যাণ্ডকাপ উদ্ধার করে রেব। দায়ের করা মামলায় ইরফান সেলিমের ড্রাইভার মিজানকে একদিনের রিমাণ্ডে নেয়া হয়েছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী।