নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপি’র
- আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংবাদ সম্মেলনে বলা হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকার দম্ভে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে। এছাড়া দলটি প্রতিটি নির্বাচনে তাদের সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে বিএনপি প্রার্থী এবং নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনসহ নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়।
সকালে আসন্ন উপ-নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এ সময় দেশের বিভিন্ন জায়গায় পূজামন্ডপে হামলাসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করছে উল্লেখ করে ঢাকায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তার উপর হামলার বিচার দাবি করেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
জনসমর্থন না থাকায় ভরাডুবির আশংকায় আওয়ামী লীগ প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এমরান সালেহ প্রিন্স।
এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি লংঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।