নৌবাহিনীর ১৫ দিনের বার্ষিক মহড়ার আজ ছিল সমাপনী দিন
- আপডেট সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সমুদ্রে সাবমেরিন অপারেশন ও সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হলো নৌবাহিনীর ১৫ দিনের বার্ষিক মহড়া। সমাপনী দিনের মহড়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এই বাহিনীর কার্যক্রম এখন আগের চেয়ে অনেক বেড়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল জানান, দেশের সমুদ্রসীমাকে রক্ষার পাশাপাশি ব্লু ইকোনমিকে কাজে লাগানোর সক্ষমতা রয়েছে তাদের।
দেশের জলসীমা দখলে হঠাৎ অনুপ্রবেশ করে শত্রু যুদ্ধ জাহাজ। সাথে সাথেই প্রতিরোধ গড়ে তোলে চৌকস নৌ কমান্ডোরা। চলে আক্রমণ-পাল্টা-আক্রমণ। এক সময় দেশপ্রমে উদ্বুদ্ধ নৌ সেনাদের আধুনিক সমরাস্ত্র আর রণকৌশলের কাছে পরাজিত হয় শত্রু পক্ষ। এরকম একটি প্রতিকী যুদ্ধ পরিস্থিতির অবতারণা করা হয় নৌবাহিনীর বাৎসরিক মহড়ার সমাপনী দিনে।
মহড়ার অন্যতম আকর্ষণ সাড়ে বারো নটিক্যাল মাইল দূরে মিসাইলের সফল উৎক্ষেপণ দেখেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, এই বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের সক্ষমতা এখন আরও দৃঢ় হয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান।
৪ ধাপে অনুষ্ঠিত ১৫ দিনের এই মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ বেশকিছু জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার।