ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করাই আইনজীবীদের কাজ : ওবায়দুল হাসান
- আপডেট সময় : ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
বিচারকরা ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরও ভুল হতে পারে। তবে একই ভুল বারবার না করার জন্য বিচারকদের প্রতি আহবান জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করাই আইনজীবীদের কাজ। তিনি বলেন, মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। নবীন আইনজীবীদের নিয়ে ঢাকা বার এসোসিয়েশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নবীন আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন ও আদালতের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে ঢাকা আইনজীবী সমিতি আয়োজন করে এই ওরিয়েন্টেশনের।
এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান, সততার সাথে নবীন আইনজীবীদের দায়িত্ব পালন করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের সহায়তা করা এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই আইনজীবীদের কাজ। নবীন আইনজীবীদের এ কাজে দীক্ষা নেবার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বিচারকরা ভুলের উর্ধে না হলেও, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা আদালতকে সঠিকভাবে সহায়তা করলে সত্য কখনো হারতে পারে না।
অনুষ্ঠানে শেষে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বাগানে বৃক্ষচারা রোপণ করেন প্রধান বিচারপতি।