ন্যায্য মূল্যের চাল আটক করেছে স্থানীয় জনগণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটার একটি বাজার থেকে ন্যায্য মূল্যের ৩৬০ কেজি চাল বিক্রির সময় আটক করেছে স্থানীয় জনগণ।
উপজেলার বোনারপাড়া ফুটানির ১০ টাকা কেজি দরের ১২ বস্তা চাল আটক করে স্থানীয়রা। গেলোরাতে ফুটানির বাজার এলাকার ডিলার শাহীনুল ইসলাম সানাউল্লাহ এর গুদাম ঘর থেকে ভ্যানযোগে কালোবাজারে বিক্রির উদ্দেশে চালগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। খবর পেয়ে সাঘাটা ইউএনও মহিউদ্দিন জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনার পর থেকে ডিলার সানাউল্লাহ পালাতক রয়েছে।