ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরিতে সক্ষম বলে জানান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেয়া ভাষণে করোনা মোকাবিলায় ছয় দফা প্রস্তা দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমে সঙ্কটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের গঠনমূলক উদ্যোগ গ্রহণের তাগিদও দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং জাতিসংঘকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে ৭৬ তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে “প্রত্যাশা”।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ১৭ বারের মতো দেশকে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরন করে এবারো বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার ভাষনে দেশের সাফল্যের সুত্র, ভবিষ্যতের বাংলাদেশ, রোহিঙ্গা সংকট, আফগানিস্তান পরিস্থিতি, সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী অবস্থান, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি এবং অতিমারি কোভিড-১৯ নিয়ে কথা বলেন।
কোভিড-১৯ পরিস্থিতি উত্তরনে ৬ দফা প্রস্তাবনায় টিকার প্রাপ্যতা, জলবায়ু হুমকি মোকাবেলায় করনীয়, শিশু শিক্ষার উন্নয়নে কাজ করার মাইলফলক তুলে ধরেন।
টেকসই উন্নয়নে, অভিবাসিদের সঙ্গ ন্যায়সঙ্গত আচরন ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় করনীয়ও উঠে আসে শেখ হাসিনার ছয় দফায়।
বিশ্ব সভায় আবারো সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শান্তিময় সমাজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।