নড়াইল পৌরসভায় দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০১:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
নড়াইল পৌরসভায় দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। বর্ষাকালে তিন শতাধিক পরিবারকে চার মাসের বেশি সময় পানিবন্দি থাকতে হয়। পৌর এলাকায় ড্রেন আছে মাত্র তিন কিলোমিটার। তাও আবার আবর্জনায় বন্ধ হয়ে থাকে। নতুন প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে, পৌর কর্তৃপক্ষ।
প্রতিবছর অপরিকল্পিতভাবে পৌর এলাকায় জনবসতি বাড়লেও, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছেনা। একের পর এক পুকুর ভরাট করে বাড়ি-ঘর নির্মাণ করা হচ্ছে। বেশিরভাগ এলাকায় ড্রেন না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
পৌর এলাকায় ৫৫ কিলোমিটার ড্রেনের প্রয়োজন হলেও আছে মাত্র তিন কিলোমিটার। তাও আবর্জনায় বন্ধ হয়ে থাকে। কয়েকটি মহল্লায় বছরের চার মাসের বেশি সময় পানি থাকে। দুর্ভোগের সঙ্গে বসবাস করে প্রথম শ্রেনীর পৌরবাসী।
পানিবন্দি এলাকার শিশু-কিশোরদের নিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। নতুন প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানান, মেয়র। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতার নিরসন চান পৌরবাসী।