নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের মামলার অন্যতম আসামি রহমত উল্লাহ রনি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের মামলার অন্যতম আসামি রহমত উল্লাহ রনিকে খুলনার বয়রা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা জানায়, ভিডিও ফুটেজ দেখে মামলার আসামিদের শনাক্ত করা হয়েছে।
প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ওই মামলার অন্যতম আসামি রহমত উল্লাহ রনিকে খুলনার বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে ১৭০ আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হলো। এদিকে, মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার মামলায় ৩ জনের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ৩ জুলাই আবেদনের শুনানি হবে।