নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ
- আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার পর এ সংঘর্ষ হয়। এতে আহত হয় ৫০ জন নেতা কর্মী।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পদত্যাগ এখন জনতার দাবি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া, ইটপাটকেল, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা–কর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট ধরে এই সংঘর্ষ চলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাঁদের ৫০ জনের বেশি নেতা–কর্মীকে আটক করা হয়েছে।
মতিঝিল জোনের উপকমিশনার আবদুল আহাদ বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়া হয়নি। মিছিলের অনুমতি ছিল না।