পছন্দের পোশাকের দামের সাথে খরচের হিসেব মিলছে না
- আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বরিশালে পছন্দের পোশাকের দামের সাথে খরচের হিসেব মিলছে না। কম কিনে সমন্বয় করতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। ঈদ উৎসবে ক্রেতারা গলাকাটা দাম রাখার অভিযোগ করলেও, ব্যবসায়ীরা ভিত্তিহীন বলছেন। এদিকে, ফেনীতে জমজমাট ঈদ বাজারে বিধিনিষেধ মানছে না অনেকেই।
যে কোনো ধরনের পোশাকের জন্য বরিশালবাসীর প্রথম পছন্দ চকবাজার। ছেলে-মেয়ের ক্ষেত্রে ১ হাজার থেকে ১২’শ’টাকা দামের পোশাকের চাহিদা বেশি। তিন হাজার টাকার মধ্যে শাড়ি এবং ১/হাজার টাকার পাঞ্জাবি পছন্দ করছে ক্রেতারা।
দোকানের খরচ অনুযায়ী সরকারের বেধে দেয়া লভ্যাংশের পরিমাণ কম বলে জানায়, ব্যবসায়ীরা।
কিছু কিছু পোশাকের দাম বাড়লেও, বেশিরভাগেরই কম বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা।
নগরীর সদর রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রান্ডের দোকানেও রয়েছে ক্রেতার ভিড়। তবে, এসব দোকানে পোশাকের দাম অতিরিক্ত বলে অভিযোগ করছে ক্রেতারা।
এদিকে, ফেনীর শপিংমল ও বিপণিবিতান সেজেছে বাহারী রকমের পোশাক ও নজরকাড়া আলোকসজ্জায়।করোনাকালের লোকসান কাটিয়ে উঠার চেষ্টা করছে বলে জানায়, ব্যবসায়ীরা।
তবে, মার্কেট ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অনেক ক্রেতা।
স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হচ্ছে বলে জানায়, জেলা প্রশাসক।