পঞ্চগড়ে তীব্র রোদে ঝলসে গেছে কয়েক হাজার একর জমির চাপাতা
- আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে তীব্র রোদে ঝলসে বিবর্ণ হয়ে গেছে কয়েক হাজার একর জমির চাপাতা। এতে চাষীরাসহ বিপাকে পড়েছেন চা প্রক্রিয়াকরণ কারখানা গুলো। কর্মহীন হয়েছেন হাজারো চা শ্রমিক।
স্থানীয় চা প্রক্রিয়াকরণ কারখানা কর্তৃপক্ষ বলছে, ভরা মৌসুমে কাঁচা চাপাতা না পাওয়ায় কারখানা চালু করতে পারছে না। তীব্র রোদে পাতার উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানিয়ে চাষীরা বলছেন, গত মৌসুমে সিন্ডিকেট কারসাজিতে কাঁচা চা পাতার ন্যায্য দাম পাননি তারা। ফলে ক্ষতিগ্রস্ত চাষিরা চলতি মৌসুমে চা-বাগান পরিচর্যা করেনি। এতে চা পাতার মান যেমন নিম্নমানের হয়েছে, তেমনি দিনে দিনে বাড়ছে চা চাষে অনীহা। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানায়, চলতি মৌসুমে জেলায় ১২ হাজার ১৩২ একর জমিতে চা চাষ করা হয়েছে। এসব চা বাগান থেকে প্রায় ৯ কোটি কেজি কাঁচা চা পাতা প্রক্রিয়া করণ করে দুই কোটি কেজি উন্নতমানের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।