পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে ভারতীয় আলু
- আপডেট সময় : ০৯:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে ভারতীয় আলু। জেলার সদর উপজেলার হাড়িভাসা ঘাগরা সীমান্তে দিয়ে দিনে দুপুরেই শতশত বস্তা আলু নিয়ে ভারতীয়রা প্রবেশ করছে বাংলাদেশে।
ট্রাকে ভরে সেই আলু পাঠানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে। সংশ্লিষ্টরা বলছেন, কমদামে আসা ভারতীয় আলুর কারণে দেশে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক।
পঞ্চগড়ের হাড়িভাসা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজানো আছে শত শত বস্তা আলু। ভারতীয় পলেথিনের বস্তা ও স্টিকার লাগানো এসব বস্তা ভর্তি আলু আসছে সীমান্ত দিয়ে। পরে তা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় লোকজনেরা বলছেন, সংশ্লিষ্টদের ম্যানেজ করেই ভারতীয় এসব আলুতে বাজার সয়লাব বাজার। আর এতেই দেশীয় আলু চাষীরা বাজারে আলুর দরপতনের আশঙ্কা করছেন।
হাড়িভাসা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি বলছেন, সীমান্ত জুড়ে পাচার হয়ে আসা আলু নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কোন লাভ হচ্ছে না।
বিজিবি সদস্যরা চোরাকারবারীদের তথ্য সরবরাহ করার জন্য সংবাদকর্মীদের কাছে সহায়তা চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় সীমান্ত দিয়ে এভাবে অবৈধ পথে আসা আলু ভোক্তাদের হয়তো কিছুটা সাশ্রয়ী করলেও আলুচাষীরা পড়বে আর্থিক ক্ষতিতে।