পঞ্চগড়ে আমনের ভরা মৌসুমে সার সংকট
- আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে আমনের ভরা মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। ডিলার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে খুচরা ব্যবসায়ীদের যোগসজশে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করে কৃষক। স্লিপ নিয়ে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছেনা তারা। খুচরা দোকান থেকে কয়েকগুন বেশি দামে অবশ্য সার কেনা যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পঞ্চগড়ের জন্য পর্যাপ্ত সার বরাদ্দ পাওয়া গেছে। ডিলাররা বলছেন, সার পাওয়া যাচ্ছেনা। কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সার দিচ্ছেনা বলে অভিযোগ করছে কৃষক। বেশি দাম দিলে আবার সার মেলে।
মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখা হলেও, রশিদ দেয়া হচ্ছেনা ক্রেতাদের। জানা গেছে, প্রতি বস্তা টিএসপি সারের দাম ১১’শ টাকা নির্ধারন করা হলেও, বিক্রি হচ্ছে ১৩’শ টাকায়। আট’শ টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে ১২’শ টাকায়।
প্রত্যেক ইউনিয়নের স্থানীয় ব্যক্তি সারের ডিলার নিয়োগ পাবার কথা থাকলেও, পেয়েছে অন্য এলাকার লোক। জানা গেছে, অতি মুনাফা লাভের আশায় এই ডিলাররা সংকট তৈরি করে। সরকারি নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশি দামে সার বিক্রি করে। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েসন।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কেনার প্রমানসহ অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, কৃষি বিভাগ।
জেলায় বিএডিসির এক’শ ৬০ এবং বিসিআইসির ৪৭ জন ডিলার রয়েছেন।