পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে গেছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। সকালে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে শনিবার তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল। পঞ্চগড়ে ভোর থেকে কুয়াশা না থাকলেও ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশার চাদরে ডাকা রয়েছে চুয়াডাঙ্গা। মাঘের শীত যেনো জেঁকে বসেছে। গত দু’দিন ধরে রোদের দেখা মিলছে না। প্রয়োজন ছাড়া অনেকেই রাস্তায় বের হচ্ছেন না। এতি বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই গরম কাপড়ের অভাবে খড়-কুঠো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে।