পঞ্চগড়ে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
- আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রেখেই চলছে পাঠদান কার্যক্রম। প্রধান শিক্ষকদের বদলী, মৃত্যুও অবসর জনিত কারণে শুন্য হয়ে আছে এসব পদ। এতে বিদ্যালয় গুলোতে নৈমিত্তিক ছুটি, এসিআর প্রদান, বিভিন্ন সভায় অংশগ্রহণসহ বিদ্যালয় পরিচালনায় দেখা দিয়েছে নানা জটিলতা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, শিগগিরই প্রধান শিক্ষকের পদগুলো পূরণ হবে।
বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক না থাকায় সেই শুন্যতা পূরণে সহকারি শিক্ষকেরা কাঙ্ক্ষিত সেবা নিশ্চত করতে পারছেনা। এছাড়া স্কুলের নিয়মিত ক্লাস পরিচালনার বাইরে বাড়তি অফিসের কাজ করা, উপবৃত্তি ও আয় ব্যয়ের হিসেব রাখাকে বাড়তি ঝামেলা মনে করছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
জেলার ৬৬৩ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এ পদগুলো পূরণ হবে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মূলভিত্তি প্রাথমিক শিক্ষা কোন কারণে বাধাগ্রস্ত হলে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।