পঞ্চগড়ের তেতুলিয়ায় চা বাগানগুলোর মাঝে মালটা চাষ করছেন চাষীরা
- আপডেট সময় : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেতুলিয়ায় সমতল ভূমির চা বাগানগুলোর মাঝে মালটা চাষ করছেন চাষীরা। এতে চায়ের পাশাপাশি দ্বিগুণ আয় করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, স্বাদে এবং গুণে অত্যন্ত সুস্বাদু এই মাল্টা বিক্রি হচ্ছে সারাদেশে।
তেতুলিয়া উপজেলার রওশনপুরে সাদেকুল ইসলাম করোনাকালে দুই একর জমিতে মাল্টা চারা রোপন করেন। মাত্র ১৮ মাসের মধ্যে প্রত্যেক গাছেই প্রচুর পরিমাণে ফল ধরে। সাদেকুল জানান, দুই একর বাগান থেকে চা পাতা বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ টাকার। এবার চায়ের পাশাপাশি দুই লাখ টাকার মাল্টা বিক্রিরও আশা করছেন তিনি।
এলাকার অন্য চাষিরাও চা বাগানে মালটা চাষ করে লাভবান হচ্ছেন। তারা জানান, চা বাগানে মালটা চাষে খরচ কম হয়। মাল্টার জন্য বাড়তি কীটনাশক-সার ব্যবহার করতে হয় না। এক’শ থেকে দেড়’শ টাকা কেজি দরে মাল্টা বিক্রি করছেন চাষিরা তারা। চা বাগানে অভিনব মাল্টা চাষ দেখে মুগ্ধ পর্যটকরাও।
সমতল ভূমিতে চায়ের পাশাপাশি মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ক্ষুদ্র চা-চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্পসারণ অধিদপ্তর।
এ বছর জেলায় ৮৫ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে।