পঞ্চগড়ের নৌকাডুবিতে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫০ হাজার করে টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে মৃত ও নিখোঁজদের অভিভাবকদের হাতে সহায়তা তুলে দেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ অনেকে। গত রোববার শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে নৌকায় যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ শিশুসহ ৩ জন। পঞ্চমদিনের মত চলছে উদ্ধার কাজ।