পঞ্চগড়ের বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দরে করোনায় বেড়েছে আমদানী
- আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় এখন খাদ্যদ্রব্য, পশুখাদ্য আমদানী শুরু হয়েছে। ভারত, ভূটান ও নেপালের সীমান্তে অবস্থিত বন্দর থেকে আগে আমদানী হতো পাথর। প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। আবার ভারতে রপ্তানি হচ্ছে গ্লাস, ঔষধসহ বেশকিছু পণ্যসামগ্রী। এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।
দেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। করোনার আগে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানী করতেন ব্যবসায়ীরা। করোনার সময়ে চাল, ডাল, গম, ভুট্টা, পশুখাদ্য, ডরোচুনসহ বেশ কিছু পণ্য-সামগ্রী আমদানীর উদ্যোগ নেয়া হয়। এর প্রভাব পড়ে রাজস্ব আদায়ে। লক্ষ্যমাত্রা দ্বিগুণ হয়ে যায়। বন্দর সংশ্লিষ্টরা জানাচ্ছেন, চলতি বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ কোটি টাকা। যার বিপরীতে গত চার মাসে আয় হয়েছে ১৯ কোটি টাকারও বেশি রাজস্ব।
গত দু’দিনে চাল, ডালসহ বিভিন্ন পণ্য দেশে প্রবেশ করেছে। আবার ভারতে গেছে উন্নতমানের গ্লাস, মেডিসিন, জুসসহ বেশ কিছু পণ্যসামগ্রী।
মোজাফ্ফর হোসেন, ট্রেজারার, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপ, পঞ্চগড়।
বন্দরটিতে চলতি বছর আকস্মিকভাবে সোয়াবিন মিল্ক, কটন, কাপড়ের ঝুট, ব্যাটারীসহ বেশ কিছু পণ্যের রপ্তানী হয়েছে। ফলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বন্দর ইনচার্জ।
করোনা মহামারীতে চলতি অর্থ বছরে বাংলাবান্ধা স্থলবন্দর সরকারের বেধে দেয়া লক্ষ্যমাত্রার দ্বিগুন আয় করে চমকে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।