পঞ্চগড়ের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
- আপডেট সময় : ০৪:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।
পুলিশ জানায়, কাজ শেষে বোদা থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মুন্না ও রায়হান। চন্দনবাড়ী সরকার পাড়ায় স্টার্ট বন্ধ হয়ে দাঁড়িয়েছিল একটি ট্রাক্টর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি ট্রাক্টরের পেছনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায় মুন্না। গুরতর আহত অবস্থায় রায়হানকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনীতে আস্থা ইটভাটার মাটি বোঝাই ট্রলি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইট ভাটায় কর্মরত ছিলেন শ্রমিক কদর আলী। প্রতিদিনের মত সকালে তিনি ইটভাটায় কাজ করছিলেন। এসময় ইটভাটায় মাটি বোঝাই একটি ট্রলি পেছন থেকে কদর আলীকে চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।