পটুয়াখালীতে দিন দিন তিব্র হচ্ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬০০ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে দিন দিন তিব্র হচ্ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। বর্তমান সময়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি পটুয়াখালীতে।
জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ গরম জনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার ৮ উপজেলায় ১৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৯০০ জনেরও বেশি রোগী। জেলার কয়েকটি উপজেলার হাসপাতালে স্যালইনের সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালের বাহিরে ও বাড়িতে চিকিৎসা নেওয়া ডায়রিয়া রোগীও রয়েছে শতশত। এগুলো রয়ে যাচ্ছে সরকারি হিসেবের বাহিরে। এদিকে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন।