পটুয়াখালীর পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পটুয়াখালীর পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকাল ৬টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলে বইছে তীব্র বাতাস। এতে দিশেহারা হয়ে পড়েছে জেলে ও নিম্নআয়ের শ্রমজীবীরা।