পটুয়াখালী গাজীপুর ফেনী মাগুরা ও মেহেরপুরে পরীক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী, গাজীপুর, ফেনী, মাগুরা ও মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে।
পটুয়াখালীতে ১২ বছরের উর্ধ্বে ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
গাজীপুরে পোশাক শ্রমিকদের আজও পুরোদমে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে।
ফেনীতে ফাইজারের টিকা দেয়া হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। ছাত্রীদের জন্যে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল এবং ছাত্রদের জন্যে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে ৩টি বুথে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে।
মাগুরায় সকাল থেকে জেলার ৬টি কেন্দ্রে মোট ১১ হাজার ১৫ জন শিক্ষার্থীর মাঝে টিকা প্রদান করা হয়।
মেহেরপুরেও এইসএসসি ছাত্র-ছাত্রীদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। মেহেরপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের দু’টি কেন্দ্রে ফাইজারের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে পরীক্ষার্থীরা।