পটুয়াখালীতে কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা ইলিশ জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরে নিজামপুর কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার রাতে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের নেতৃত্বে হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের মাঝে জব্দ করা মাছ বিতরণ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।