পটুয়াখালীতে বই না পেয়ে খালি হাতে ফিরে গেছে শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচিতে পটুয়াখালীতে বাদ পড়েছে ৬ষ্ঠ শ্রেণীর বই। বই না পেয়ে খালি হাতে ফিরে গেছে শিক্ষার্থীরা।
নতুন বছরে পটুয়াখালীর মাধ্যমিক পর্যায়ের ৯৮ হাজার ৯২২ শিক্ষার্থীর মধ্যে ১১ লক্ষ ৭৩ হাজার ৪৮০টি বই বিতরণের কথা থাকলেও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বই পায়নি। পটুয়াখালী সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ৬ষ্ঠ শ্রেনীর বই হাতে পেলেই তা দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসা গুলোতে শিক্ষার্থীরা বই নিতে ভীড় করে। ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত অন্য সকল ক্লাসের সরকারী নির্দেশনা অনুযায়ী বই বিতরণ চলছে।