পতিত স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট সংশোধনের দাবি ব্যবসায়ীদের
- আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
Rising food cost and grocery prices surging costs of supermarket groceries as an inflation financial crisis concept coming out of a paper bag shaped hit by a a finance graph arrow with 3D render elements.
পতিত স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট সংশোধনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। সোর্স ট্যাক্স এবং ব্যাংক ঋণের সুদহার কমানোসহ ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে অর্ন্তবর্তী সরকারকে নানামুখী প্রস্তাব দিয়েছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের লক্ষে প্রণীত প্রকল্প নির্ভর বাজেট সংশোধনের বিকল্প নেই।
১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, রিজার্ভ সংকটে আমদানী-রপ্তানী বাণিজ্যে মন্দা, ব্যাংকিং খাতের নৈরাজ্য, মন্দ ঋণের চাপে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেও চলতি অর্থবছরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দেয় পতিত স্বৈরাচার সরকার। ফুটেজ-১
ব্যবসায়ীদের অভিযোগ, বাজেট প্রণয়নের আগে বিপর্যস্ত অর্থনীতিকে পুণরুদ্ধানে নানামুখী প্রস্তাবনা দেয় বিভিন্ন ট্রেড বডি। কিন্তু পতিত সরকার ১৫ বছরের ধারাবাহিকতায় শুধু লুটপাটকে প্রাধন্য দিয়েই ঘোষণা করে চলতি অর্থবছরে বাজেট।
ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, প্রায় একমাস ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর বন্যার ধাক্কা সামলে, খাদে পড়া অর্থনীতি টেনে তুলতে বেগ পেতে হবে উদ্যোক্তাদের। এজন্য নীতিগত সহায়তার পাশাপাশি জাতীয় বাজেটের মুল নীতিতেও আনতে হবে বড় ধরণের পরিবর্তন। ফুটেজ-৩ ও সেটাফ
অর্থনীতিবিদরা বলছেন, ১৫ বছর ধরেই বড় বড় প্রকল্প নির্ভর বাজেটের মাধ্যমে লুটপাট করে পতিত সরকার। পালিয়ে যাওয়ার পর যা প্রকাশ্যে আসতে শুরু করেছে। তাই চলতি বাজেট থেকে গুরুত্ব বিবেচনায় মেগা প্রকল্প সংশোধন জরুরী।
অর্থনিতিবিধ নসরুল কাদির মনে করেন, গত সরকারের আমলের বাজেটগুলোতে বাস্তবতার চেয়ে একাডেমিক কাঠামো গুরুত্ব পায় বেশি। তাই বর্তমান বাস্তবতায় প্রস্তাবিত বাজেট সংশোধনের বিকল্প নেই।