পদ্ম সেতু উদ্বোধনের আনন্দ বিষাদে পরিণত করতে ষড়যন্ত্র চলছে
- আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ যেনো দুর্ঘটনায় পরিণত না হয়, সেজন্য দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পল্লী জনপদ রংপুর ও বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি-বাপার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধনামন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বার বার দেশের উন্নয়নে আঘাত হেনেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।
পল্লী জনপদ রংপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি-বাপার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আওয়ামী লীগ সরকার ক্ষমাতায় এসেছে।
তিনি বলেন, পদ্মসেতু নির্মাণে দেশের মানুষই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। গ্রামীন ব্যাংকের এমডি পদের লোভে নোবেল বিজয়ী ড. ইউনুস পদ্মা সেতুর বিরুদ্ধ ষড়যন্ত্র করেছেন।
পদ্মসেতু উদ্বোধনের আনন্দ সারাদেশেই উদযাপন হবে। তবে, আনন্দ পালন করতে গিয়ে যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেজন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান।
দেশবাসীর সহযোগিতায় পদ্মসেতু নির্মাণ সম্ভব হয়েছে বলে জানান শেখ হাসিনা।