পদ্মা নদীতে পাথরবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৪ শ্রমিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পদ্মা নদীতে পাথরবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৪ শ্রমিক।
শুক্রবার দুপুরে এই দুর্ঘটনার পর এখনো উদ্ধার কাজ চলছে। নিখোঁজ ৪ শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তারা হলেন- নুরুজ্জামান শেখ, আব্দুল শেখ, ফারুক প্রামানিক ও আলামিন। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, পাবনার কাজিরহাট থেকে শুক্রবার দুপুরে পাথর বোঝাই ট্রলারটি রাজবাড়ীর মিজানপুরে আসার পথে গোয়ালন্দের কাছে পদ্মা নদীতে ডুবে যায়।