পদ্মা নদীতে ভ্রমণতরী পদ্মা ক্রুজের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ভ্রমণতরী- পদ্মা ক্রুজের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।
দুপুরে উদ্বোধনকালে ভ্রমণতরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রুজ এন্ড লজিষ্টিকের চেয়ারম্যান ও পদ্মা ক্রুজের উদ্যোক্তা মহিউদ্দিন হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ক্রুজ এন্ড লজিষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সহধর্মিণী। উল্লেখ্য, পদ্মা ক্রুজ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ সিফটে চলবে। ৮০ জন পর্যটক একসাথে ভ্রমণ করতে পারবে। এছাড়া প্রতি পুর্ণিমার রাতে ৪৬ জন পর্যটক ভ্রমণ করতে পারবে। এতে ১৮টি কেবিনও রয়েছে।