পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গিয়ে বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছে : ড. মশিউর রহমান
- আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গিয়ে বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান।দেশী-বিদেশী সব ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মাসেতু দেশের সক্ষমতা প্রমাণ করেছে বলে জানিয়েছেন, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পদ্মাসেতু নিয়ে জাতীয় সেমিনারে এসব কথা বলেন তারা।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে পদ্মাসেতু নিয়ে জাতীয় সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি।
পদ্মাসেতু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অগ্রগতিসহ অর্থনীতিকে আরো চাঙ্গা করবে। এই সেতু শেখ হাসিনার দূরদর্শিতার বাস্তবরূপ বলে জানান আলোচকরা।
প্রকল্পের শুরুতে যে খরচ ধরা হয়েছিল শেষ পর্যন্ত তা থাকেনি, ক্রমান্বয়ে বেড়েছে টাকা লগ্নির পরিমাণ। এসব বিষয়সহ পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর সামসুল আলম এই প্রকল্পের অর্থনৈতিক নানা দিক তুলে ধরেন।
জাতীয় সংসদের স্পিকার বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের এগিয়ে চলার সক্ষমতার প্রমাণ… পদ্মাসেতু।
সেমিনারে, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান পদ্মাসেতু নির্মাণের পটভূমি তুলে ধরে বলেন, সেতু নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র যথাযথ ছিল না।
নদী শাসনে সবচেয়ে বেশি খরচ হয়েছে সেখানেও কোনো দুর্নীতি হয়নি বলে জানান, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান।