পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলোকে যুক্ত করেছে : ড. শিরীন শারমিন চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলোকে যুক্ত করেছে। ফলে বাণিজ্য বিনিয়োগ আরো বৃদ্ধির সুযোগ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
দুপুরে ১২দিনব্যাপী মাদারীপুর বাণিজ্যমেলা উপলক্ষে জেলা প্রশাসন স্কুল উদ্বোধন শেষে সার্কিট হাউজের সামনে একথা বলেন তিনি। স্পিকার আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তার একটি উদাহরণ এই মাদারীপুর বাণিজ্যমেলা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, টাঙ্গাইলের সংসদ সদস্য তানভির আহমেদ, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য তাহামিনা সিদ্দিকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।