পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনের এক প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনের এক প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত থেকে ঝাও নামে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী ধারণা করছেন, তিনি কোনোভাবে পদ্মায় পড়ে হয়তো তলিয়ে গেছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শিমুলিয়ার তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে চীনা প্রকৌশলী ঝাও নিয়োজিত ছিলেন। টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরি করেই কর্মীরা থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। মঙ্গলবার রাতে কাজ করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ ঝাও’কে উদ্ধারে নৌ পুলিশ এবং কোস্টগার্ডের রেস্কিউ টিমের তল্লাশী চলছে।