পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা
- আপডেট সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে পদ্মার দু’পাড় জুড়ে। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ জানান, জনসভাস্থলে দুটি সর্বাধুনিক প্রযুক্তির ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভাকে ঘিরে সেতুর দু’প্রান্তে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। দু’পাশ সেজেছে বর্ণিল উৎসব আমেজে।
স্বপ্নের পদ্মা সেতুর বর্ণিল উদ্বোধন ও জনসভাকে ঘিরে দু’প্রান্তে দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে সাজানো হয়েছে সারিবদ্ধ অসংখ্য তোরণ ও ফেস্টুন দিয়ে। ঘাট ও আশেপাশের এলাকাতে শোভা পাচ্ছে রং-বেরংয়ের পোষ্টার, ব্যানার আর বড় আকৃতির ফেস্টুন।
শনিবার সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেতুর ফলক ও ম্যুরাল উদ্বোধন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি। জাজিরা প্রান্তে সেতুর ফলক ও পরে ম্যুরাল উদ্বোধন করার পর দুপুরে শিবচরের কাঁঠালবাড়িতে ইলিয়াস আহম্মেদ চৌধুরী ঘাটে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। মাওয়া প্রান্তে সমাবেশে মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এরইমধ্যে সম্পন্ন হয়েছে সেতু উদ্বোধনের সব প্রস্তুতি। চলছে শেষ মুহুর্তের কর্মযজ্ঞ। সমাবেশস্থলের দৃষ্টিনন্দন মঞ্চ তৈরি, সেতুর নামফলক ও ম্যুরাল স্থাপনসহ সার্বিক ব্যবস্থাপনার কাজও শেষের পথে। এছাড়া পুরোদমে চলছে আশপাশের এলাকার সৌন্দর্য বর্ধনের কাজও।
মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভার নিরাপত্তা ব্যব্স্থা নিয়ে কথা বলেন তিনি।
ঐতিহাসিক এ মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।