পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সংসদ অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে।
সকালে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ। এ সময় মন্ত্রী বলেন, করোনার কারণে কাজের গতি কমে গেছে। কারণ কাজ কিছুদিন বন্ধ ছিলো, সেই সঙ্গে বিদেশী প্রকৌশলী-পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক কাজ ছেড়ে চলে যায়। এরপরেও থেমে থাকেনি স্বপ্নের পদ্মা সেতুর কাজ।