পদ্মার তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
- আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পদ্মার তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্ট চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে।
এতে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। বর্তমানে এ নৌ-রুটে রো-রোসহ ১২টি ফেরি চলাচল করছে। স্রোত বেড়ে যাওয়ার পর নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, বর্তমানে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।
ফেরি সংকট ও তীব্র স্রোতের কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তী বাড়ছে। সবচেয়ে বেশী ভোগান্তী পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাক চালকদের। গত কয়েক দিন ধরে যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তীব্র স্রোতের তৈরি হচ্ছে বলে জানিয়ে (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে ১৫-২০ মিনিট বেশী সময় লাগছে ফেরি পারা পারে। এ নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি থাকলেও ১৩টি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। তিনি আরো বলেন, বুধবার বিকাল ৩ টা পর্যন্ত সাড়ে ৩ শতাধকি পণ্যবাহী ট্রাক ও ৭০-৮০ টি যাত্রী বাহী বাস পাটুরিয়া প্রান্তে ফেরি পারা পারের অপেক্ষায় আছে।