পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
- আপডেট সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ’ যানবাহন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ভোর থেকে শতশত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশী সময় লাগছে ফেরি পারাপারে। এতে ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকতে হচ্ছে শত শত যানবাহন-যাত্রী এবং চালক ও শ্রমিকদের। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। নদী উত্তাল থাকায় ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগার কারণে যানবাহন জট বাড়ছে।
এদিকে, বৈরী আবহওয়া ও রাতভর ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৪টি রো-রোসহ ১৮টি ফেরি থাকলেও তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণ ৮/৯ ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো ধারন ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোনমতে চলছে।