পনেরো স্তরের কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে রাবি’র ভর্তি পরীক্ষা
- আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পনেরো স্তরের কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ক্যাম্পাসে অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটেছে। ভর্তিচ্ছু সন্তানকে নিয়ে এসেছেন বাবা-মা। তাদের অনেকেই এক সময় ছিলেন রাবিরই শিক্ষার্থী। প্রিয় ক্যাম্পাসে এসে আপ্লুত তারা। অনেকে থাকা-খাওয়া ও টিকিট নিয়ে সমস্যায় পড়লেও, পরীক্ষা ব্যবস্থাপনায় খুশি।
বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে মতিহারের এই সবুজ ক্যাম্পাসে পা রেখেছে লাখো শিক্ষার্থী। সোমবার চার শিফটে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয় সাড়ে ৭২ হাজার ভর্তিচ্ছু।
পরীক্ষার্থীদের সাথে এসেছেন অভিভাবকরাও। তাদের অনেকেই দুরন্ত যৌবনে ছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। বার্ধক্যেও প্রিয় ক্যাম্পাসে এসে মুগ্ধ তারা। পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় খুশি অন্যরাও।
প্রতিবছরই প্রশ্ন ফাঁসের গুজব রটিয়ে লাভবান হয় প্রতারক চক্র। কঠোর নজরদারির কারণে এবার তারা সুবিধা করতে পারেনি বলে জানান পুলিশ কমিশনার।
এবারই প্রথম উপাচার্য ভর্তি পরীক্ষার হল পরিদর্শন থেকে বিরত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পরীক্ষায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভর্তিচ্ছু ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত। এবার ৪ হাজার ৬৪১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৮ জন।