পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ
- আপডেট সময় : ০২:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালে ১২ রবিউল আউয়াল এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আসেন মহানবী হযরত মুহম্মদ (সা.)। একই দিনে ওফাত লাভ করেন তিনি। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ দিন হিসেবে বিবেচিত।
এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশের আয়োজন করেছে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া। এতে সারাদেশ থেকে সংগঠনটির সমর্থকরা অংশ নেয়া সকালে শাহবাগ থেকে মিলাদুন্নবীর শোভা যাত্রা বের হয়। যা মৎস ভবন, দোয়েল চত্ত্বর হয়ে সোহরাওয়ার্দি উদ্যানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।