পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। একাধিক বার ওমরাহ পালন করতে চাইলে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য।
হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা দেশটিতে ৩০ দিন থাকার অনুমতি পাবে। হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। এবং একবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এছাড়াও স্বাস্থ্য অ্যাপ তাওয়াক্কলনায় টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিদেশি মুসলমানরা ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ তিনবার ওমরাহ পালন করতে পারবেন। এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।