পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু হচ্ছে রোজা
- আপডেট সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু হচ্ছে রোজা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রোজা রাখা ও ইবাদতের মধ্যে দিয়ে মাসটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজার মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াতের পরামর্শ দিয়েছেন মিছবাহুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান। রোজার বিভিন্ন আমল ও এর ফজিলত নিয়েও কথা বলেন তিনি। এ সময় করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত তারাবী নামাজে স্বাস্থ্যবিধির নির্দেশনাকে ইসলাম সমর্থন করে বলেও মত দেন তিনি।
পবিত্র মাহে রমজান। আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ এই মাস। সারাবছরের মধ্যে এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। এ মাসেই মহান রাব্বুল আলামিনের অনুগ্রহের পরিমানও থাকে সবচেয়ে বেশি, যার তুলনা করা যাবে না দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে।
ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, রমজান আসলে আনন্দিত হতেন বিশ্বনবি। সাহাবাদের উদ্দেশ্যে বর্ণনা করতেন বিভিন্ন আমল ও বিশেষ ফজিলতের। এ মাসে সিয়াম সাধনার পাশাপাশি অনেক গুরুত্ব রয়েছে তারাবি, ইফতার ও সেহরীর।
করোনা মহামারির কারণে গেল বছরের ন্যায় এবারও তারাবি নামাজ আদায়ে রয়েছে সরকারের বিশেষ নির্দশনা। তবে রমজানের আমল ও ফজিলতের ক্ষেত্রে এটি কোন বাঁধা হবে না উল্লেখ করে এই ইসলামী চিন্তাবিদ জানান, এক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট সমর্থন রয়েছে।