পরমাণু ইস্যুতে আবারও মুখোমুখি ইরান ও ইসরায়েল
- আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আবারও পরমাণু ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল। পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আই-এ-ই-এ এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি এবং সীমারেখার মাত্রাতিরিক্ত ইউরেনিয়াম উৎপাদন করছে ইরান।
প্রতিবেদনে তুলে ধরা হয়, দেশটির পরমাণু কর্মসূচির বিভিন্ন অসামঞ্জস্যতাও। তেহরানের অভিযোগ, ইসরায়েলের চাপে এ ধরনের প্রতিবেদন দিয়েছে আইএইএ। পাল্টা অভিযোগে তেল আবিবের দাবি, মিথ্যাচার করছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি প্রতিবেদন দাখিল করে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। বিবৃতিতে সংস্থাটি জানায়, মারিভান, ভারামিন এবং তুরকাজাবাদ পরমাণু প্রকল্পের পুরো তথ্য পায়নি সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, চুক্তি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ইউরেনিয়াম মজুদ অব্যাহত রেখেছে ইরান।
আইএইএ’র এই প্রতিবেদনের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তেহরান বলছে, ইসরায়েলের চাপে সাজানো প্রতিবেদন তৈরি করেছে আইএইএ।