পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে ৪টি শর্ত দিয়েছে ইরান
- আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পরমাণু চুক্তি নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রকে ৪টি শর্ত দিয়েছে ইরান। আলোচনায় অংশগ্রহণকারী কূটনীতিকদের বরাত দিয়ে ইরানের গনমধ্যমগুলো এ কথা জানায়।
এ বিষয়ে ইরানের প্রথম শর্ত হচ্ছে, দেশটির ওপর থেকে আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামল থেকে শুরু করে বিগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ পর্যন্ত পরমাণু সমঝোতার নামে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- তার সবগুলো তুলে নিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় ইরান মানবে না। সব নিষেধাজ্ঞা একসাথে প্রত্যাহার করতে হবে। ইরানের তিন নম্বর শর্ত হচ্ছে, আলোচনার নামে সময়ক্ষেপণ মেনে নেয়া হবে না। অতি দ্রুততার সঙ্গে এই আলোচনা শেষ করতে হবে। ইরানের চার নম্বর শর্ত হচ্ছে, নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে তার কার্যকারিতা দেখার জন্য ইরানকে সময় দিতে হবে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো অতীতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের নামে বছরের পর বছর আলোচনা চালিয়ে গেছে। এই দীর্ঘসূত্রিতার কারণে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও যাতে সময়ক্ষেপণ করে ইরানের পরমাণু কর্মসূচির ক্ষতি করতে না পারে সেজন্য তেহরানের পক্ষ থেকে এসব শর্ত আরোপ করা হয়েছে।